Wellcome to National Portal
Main Comtent Skiped

How to take Service

(ক)       মৎস্য ও চিংড়িচাষী এবং উদ্যোক্তাদের উন্নত প্রযুক্তি ভিত্তিক মাছ ও চিংড়ি চাষের পরামর্শ ও প্রশিক্ষণ প্রদান।

(খ)        মুক্ত জলাশয়ের মৎস্য সম্পদ  উন্নয়নের লক্ষ্যে সমাজ ভিত্তিক মৎস্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালনা এবং মৎস্য সংরক্ষণ আইন বাসত্মবায়ন। 

(গ)        মৎস্য ও চিংড়ি চাষ উন্নয়নের লক্ষ্যে প্রকল্পের কারিগরি উপযোগিতা যাচাই ও প্রকল্প প্রসত্মাব প্রণয়নে সহায়তাপ্রদানের মাধ্যেমে উদ্যোক্তা ও মৎস্যচাষীকে ঋণ প্রাপ্তিতে সহায়তা প্রদান।

  (ঘ)        উন্নত জাতের পোনা সহ মাছ ও চিংড়ি চাষের বিভিন্ন উৎপাদন উপকরন সংগ্রহ ও সরবরাহে সহযোগিতা প্রদান

 (ঙ)        উপজেলাধীন মৎস্য সম্পদের তথ্য ও উপাত্ত সংগ্রহ এবং উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করা ।

(চ)        মৎস্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত উন্নয়ন প্রকল্পের অধীনে গৃহীত কার্যক্রম বাসত্মবায়ন।